দৃষ্টিহীনদের এটিএম কার্ড দরকাস্ত ফর্মটি বিধান নগর স্টেট ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার মালতি দাস ছিঁড়ে ফেলায় আজ বিক্ষোভে সামিল হল বিধান নগর দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা ।আজ দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা মিছিলের মাধ্যমে বিধান নগর স্টেট ব্যাংক শাখার সামনে বিক্ষোভ দেখায় এবং তাদের দাবি RBI. এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দৃষ্টিহীনদের এটিএম কার্ড দিতে হবে এবং জনসমক্ষে ডেপুটি ম্যানেজার মালতি দাস কে ক্ষমা চাইতে হবে।বিক্ষোভের কথা শোনা মাত্রই বিশাল পুলিশবাহিনী নিয়ে বিধান নগর তদন্ত কেন্দ্রের মানস দাস ব্যাংকের সামনে হাজির হয় এবং পরিস্থিতি নিজের আয়ত্তে নেয় এবং ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার ডেকে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করে। স্টেট ব্যাংকের ম্যানেজার সঞ্জয় কুমার প্রসাদ এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী এবং তিনি নিজেও তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে সঙ্গে সঙ্গে এটিএম কার্ড প্রোভাইড করে ন । বিদ্যালয়ের শিক্ষক আশিস দাস এবং অনন্ত রায় জানান আমরা খুশি জনসমক্ষে ডেপুটি ম্যানেজার মালতি দাস ক্ষমা চেয়েছে এবং আমাদের মত দৃষ্টিহীনদের এটিএম কার্ড করে দিয়েছেন । আমরা চাই ভারতবর্ষের যেকোনো জায়গায় যেন এই এটিএম কার্ডের সুযোগ সুবিধা পায় দৃষ্টিহীনরা