একুশে বিধানসভা ভোট পর্ব মিটে গেলেও চলছে পরবর্তী হিংসার চিত্র। উঠছে একের পর অভিযোগ। হিংসার ছবি দেখা গেছে চারিদিকে। এবার এই পরিস্থিতি পর্যালোচনার জন্য ভোট পরবর্তী হিংসার তদন্তে নামল কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। উত্তর ২৪ পরগনার উপদ্রুত এলাকাগুলো ঘুরে দেখলেন কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। দেখা করেন ভোটের সময় মৃত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে। কয়েকজনের বাড়িতেও যান মানবাধিকার কমিশনের সদস্যরা।
অন্য দিকে, এদিন আমডাঙায় পৌঁছন মানবাধিকার কমিশনের আরও একটি প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও রোহেদ শেখও। এদিন তাঁরা ওই এলাকা ঘুরে বাড়ি ছাড়াদের বিষয়ে সারেজামিনে খতিয়ে দেখেন। ভোটের পর বাড়ি ছাড়ারা গ্রামে ফিরেছেন কি না, সে বিষয়ও বিষদে খোঁজ নেন প্রতিনিধিরা। তার পর তাঁরা আমডাঙা থানায় পৌঁছে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। তবে এই তদন্তের বিষয়ে প্রতিনিধিদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁরা শুধু জানান, ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।