এই মুহূর্তে এই মুহূর্তে গঠিত হলো আনিস কান্ডে

রাজ্যের মহানগরীতে এই মুহূর্তে তোলপাড় কান্ড আনিস খানের মৃত্যুতে। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে উত্তাল কান্ড৷ পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। তবে এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েই সিট গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা গেল, এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। এক সাংবাদিক বৈঠকে তদন্তকারী দলের সম্পর্কে জানিয়ে দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

মুখ্যমন্ত্রী যে নিরপেক্ষ তদন্তের কথা বলেছিলেন সেই কথাই মনে করিয়ে দিয়ে মনোজ মালব্য জানান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং এই ঘটনার তদন্ত কমিটির শীর্ষে থাকবেন তো বটেই, তাঁর সঙ্গে থাকবেন ডিআইজি সিআইডি মিরাজ খালিদ ও বারকপুরের যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে। একমাত্র তারা যদি মনে করেন যে আরও কাউকে দলে লাগবে তাহলে তারাই তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেবেন। আজ থেকেই তদন্ত শুরু করে দিয়েছে বিশেষ তদন্তকারী দল।

উল্লেখ্য, আনিস মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন, আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবে সিট৷ আইন অনুযায়ী অভিযুক্তের শাস্তি হবে৷ দোষীরা শাস্তি পাবেই৷ বিচার হবে৷ যে বা যারাই এ কাজ করে থাকুক না কেন, তার কোনও ক্ষমা নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *