এই দেশেও শুরু হল কড়া লকডাউন

দেড় বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণের বিভীষিকাময় চিত্র দেখছে গোটা বিশ্ব। প্রথম ঢেউ – এর থেকে দ্বিতীয় ঢেউ – এ আরও বেশি বিপর্যস্ত হয়েছে অনেক দেশ। এই পরিস্থিতিতে ফের একবার লকডাউনের ঘোষণা করেছে সরকার। বিশেষ করে সাতটি জেলায় কড়া লকডাউনের আদেশ দিয়েছে বাংলাদেশ প্রশাসন। জেলাগুলি হল, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারিপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ। আজ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। তবে এই সময়ের মধ্যে খোলা থাকবে জরুরি পরিষেবা। পরিষেবা গুলি হল, স্বাস্থ্য পরিষেবা, করোনার টিকা দান, খাদ্য শস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, বিদ্যুৎ, জল জ্বালানি, দমকল, টেলিফোন, বেসরকারি নিরাপত্তা, সংবাদমাধ্যম, পণ্যবাহী গাড়ি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। তাই এবার সংক্রমণ রুখতে বাড়তি সতর্কতা নিল প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে আট লক্ষ ৫৬ হাজার ৩০৪ জন। এরমধ্যে করোনায় সুস্থ হয়েছেন সাত লক্ষ ৮৫ হাজার ৪৮২ জন। একইসঙ্গে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *