উত্তরবঙ্গের সব জেলায় প্লাজমা থেরাপি চালুর সিদ্ধান্ত

কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপিতে সায় দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর । আর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সূচনা মিলতেই আশার বুক বাড়ছে উত্তরের মেডিকেল কলেজগুলি । উত্তরের অন্যতম মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালেও এই প্লাজমা থেরাপি চালুর সম্ভাবনা দেখা দিয়েছে ।

কয়েকমাস আগেই শিলিগুড়ির এক ব্লাড ব্যাংক সংস্থা শিলিগুড়িতে প্লাজমা থেরাপি চালু করতে রাজ্যকে অনুরোধ করে । নানা টালবাহানার পর অবশেষে রাজ্য ও কেন্দ্রের সায় মেলার পরই প্লাজমা থেরাপি নিয়ে তৎপরতা শুরু হয়েছে । বিশেষজ্ঞ মহল মনে করছে কোভিড চিকিৎসায় ভ্যাকসিন যতদিন না বাজারে আসছে ততদিন প্লাজমা থেরাপি করোনা চিকিৎসায় ফলদায়ী হবে । এজন্য প্ৰয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না বলে দাবি করছে মেডিকেল কলেজের স্বাস্থ্য কর্তারা ।

এই প্লাজমা থেরাপি চালু হলেই করোনায় সুস্থ হয়ে ওঠা মানুষদের প্লাজমা নিয়ে তা আক্রান্ত রোগীদের চিকিৎসায় কাজে লাগানো যাবে।আশা করা হচ্ছে এই চিকিৎসা ব্যবস্থায় উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া যাবে এবং সুস্থতার হার আগের তুলনায় আরো বৃদ্ধি পাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *