ইসলামপুর বাস টার্মিনালে আবর্জনা প্লাস্টিক তুলতে দেখা গেল দুই শিশু শ্রমিকদের

করোনা পরিস্থিতির মধ্যেও শিশুশ্রম অব্যাহত রয়েছে। এমনই চিত্র দেখা গেল ইসলামপুর বাস টার্মিনালে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এইসব শিশু শ্রমিকরা না মানছে কোন করোনা বিধি, না ব্যবহার করছে মাস্ক-স্যানিটাইজার। সারাদিন বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা প্লাস্টিক কুড়াচ্ছে এরা। অভিযোগ শিশু শ্রম দপ্তর বা প্রশাসনের বিষয়টির উপরে কোন নজর রাখছে না। বাস টার্মিনালে অবলীলায় দুটি শিশু শ্রমিক বিভিন্ন আবর্জনা প্লাস্টিক ইত্যাদি তুলে তুলে জমা করছিল। তাদের সঙ্গে কথা বললে তারা জানান এগুলি তারা সারাদিন কুড়িয়ে তারপরে বিক্রি করে কিছু উপার্জন করে। এই দিয়েই তাদের সংসার চলে। তারা সাংবাদিকদেরকে জানান তাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়। তাই তারা এভাবে কাজ করে নিজের খাবার জোগাড় করে। করণা পরিস্থিতিতে গোটা উত্তর দিনাজপুর জেলায় শিশুশ্রম এর বিষয়টি যে এতটা প্রকট হবে সে বিষয়ে সচেতন নন কেউই। এড়িয়ে যাচ্ছে প্রশাসনের নজর।

এ বিষয়ে ইসলামপুর মহাকুমার শ্রমদপ্তর আধিকারিক ডালটন কুমার বিশ্বাসের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে পরবর্তী মিটিংয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *