ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপে জেএসডব্লিউ সিমেন্ট

চ্যানেল পার্টনাররা যাতে এআই-বেসড ডিজিটাল ইন্টারভেনশন ব্যবহার করে সহজে ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্য ভারতের অগ্রণী গ্রিন সিমেন্ট উৎপাদনকারী জেএসডব্লিউ সিমেন্ট তার ‘সেলস অ্যান্ড মার্কেটিং’ কাজকর্ম ডিজিটাইজেশন করছে। এজন্য জেএসডব্লিউ সিমেন্ট ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে, যাতে তার ট্রেড কাস্টমারদের সঙ্গে ‘এআই-বেসড এনিটাইম এনিহোয়্যার বিজনেস’ লেনদেন চালু করা সম্ভব হয়।

ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপের ফলে জেএসডব্লিউ সিমেন্ট আপসেল ও ট্রানজেক্ট করতে এবং তার গ্রাহকদের আরও ভাল সার্ভিস দিতে পারবে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে। এরফলে ২০২৩ অর্থবর্ষ নাগাদ জেএসডব্লিউ সিমেন্ট বর্তমানের ১৪ এমটিপিএ থেকে ২৫ এমটিপিএ-তে উন্নীত হতে পারবে। ডিজিটাইজেশন উদ্যোগের অঙ্গ হিসেবে জেএসডব্লিউ সিমেন্ট এআই-বেসড মোবাইলটেক ইন্টারভেনশন চালু করেছে, যার অন্তর্ভুক্ত রয়েছে ট্রেড চ্যানেলগুলির জন্য কনভার্সেশনাল কমার্স সার্ভিস। উল্লেখ্য, জেএসডব্লিউ সিমেন্ট হল ভারতের অন্যতম প্রথম সিমেন্ট কোম্পানি যারা ট্রেড কাস্টমারদের জন্য কনভার্সেশনাল কমার্স সার্ভিস চালু করছে। জেএসডব্লিউ সিমেন্ট ভারতের পূর্ব, পশ্চিম ও দক্ষিণাংশে বিশেষভাবে উপস্থিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *