ইটাহারে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

গ্রামীন সাধারন মানুষের কেনাবেচার সুবিধার্থে ইটাহার বিধানসভা এলাকায় “নটলা গ্রামীন হাট” এর উদ্বোধন করলেন ইটাহারের নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। এর পাশাপাশি এদিনই ইটাহারের মুকুন্দপুর এলাকায় একটি মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন। একদিকে গ্রামীন মানুষের তাঁদের ফসল বিক্রি করার জন্য গ্রামীন হাট আর অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে চালু করলেন মাদ্রাসা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই ইটাহার বিধানসভা কেন্দ্রে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। বিধায়কের এই কর্মকান্ডে খুশী ইটাহার বিধানসভার বাসিন্দারা।

গ্রামের মানুষদের দূরে কোথাও কোনও হাটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করতে সমস্যা হত। সেই সমস্যার কথা মাথায় রেখে ইটাহার বিধানসভার নবনির্বাচিত তৃনমূল বিধায়ক মুশাররফ হোসেন গুলন্দর ১ গ্রামপঞ্চায়েতের নটলা গ্রামে এদিন শুভ উদ্বোধন করলেন ”নটলা গ্রামীন হাটের”। এই হাটেই সংশ্লিষ্ট এলাকার কৃষক থেকে সাধারন মানুষ তাঁদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করতে পারবেন। এদিনই বিধায়ক মুশাররফ হোসেন বিধানসভার মাদ্রাসা শিক্ষা উন্নয়নের লক্ষ্যে গুলন্দর ২ গ্রামপঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে একটি মাদ্রাসার উদ্বোধন করেন যেখানে গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা শিক্ষালাভ করতে পারবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় বিধায়ক মুশাররফ হোসেনের এই জনকল্যানমুখী প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে ইটাহার বিধানসভা এলাকার প্রত্যন্ত গ্রামিগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *