আসন্ন বড়োদিনেও কোপ পড়লো করোনার

বিগত দু বছর ধরে দেশের বিভিন্ন উৎসবে বাধা ফেলেছে করোনা সংক্রমণ৷ গত বছরের মতো চলতি বছরেও করোনা কাঁটায় দুর্গা পুজোয় লাগু হয়েছিল একাধিক বিধি নিষেধ৷ বর্ষ শেষের উৎসবেও একই ধাক্কা৷ বড়দিন বা নববর্ষ পালনেও জমায়েতে ‘না’ কলকাতা হাইকোর্টের৷ ২৫ ডিসেম্বর বা ১ জানুয়ারি পার্ক স্ট্রিট চত্বর সহ রাজ্যের যে কোনও প্রান্তে কোনও রকম জমায়েত করা যাবে না বলে নির্দেশ আদালতের৷ সাধারণ মানুষ যাতে কোনও ভাবে ভিড় জমাতে না পারে তা দেখার দায়িত্ব নিতে হবে প্রশাসনকেই৷ 

রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল৷ তবে সম্পূর্ণ বিপদ মুক্ত নয়৷ তার উপর দুর্গা পুজোর পর কালী পুজো, ছট, জগদ্ধাত্রীর মতো একের পর এক উৎসব গিয়েছে৷ মণ্ডপে না ঢুকতে না পারলেও রাস্তায় নেমেছে মানুষের ঢল৷ সেই প্রেক্ষিতেই এদিন হাইকোর্ট জানায়, বড়দিন এবং নববর্ষ পর্যন্ত এই বিধি নিষেধ বহাল থাকবে৷ 

এদিন আদালত স্পষ্ট জানায়, ২৫ ডিসেম্বর বড়দিন  এবং ১ জানুয়ারিতে নিউ ইয়ার উপলক্ষে প্রচুর মানুষ রাস্তায় ভিড় জমান৷ করোনা পরিস্থিতিতে এই ভাবে ভিড় করা যাবে না৷ উৎসাহী জনতার স্রোত আটকাতে উদ্যোগ নিতে হবে প্রশাসনকেই। প্রসঙ্গত, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়েছিল, বড়দিন এবং বর্ষবরণের রাতে ১১ টা ৫৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাজি পোড়াতে পারবে জনগণ৷ সেই রায় বহাল রেখেছে হাই কোর্ট৷ তবে সন্ধে থেকে সেই হুল্লোড় এবার থাকবে না৷ আনন্দের পথে কাঁটা সেই করোনা। তবে ২৫ ডিসেম্বর এবং ১ জানুয়ারি রাতে কারফিউ জারি থাকবে কি না,  সে বিষয়ে এখনও কিছু জানায়নি রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *