পরিচালক অরিত্র সেন-এর গোয়েন্দা-থ্রিলার ‘দময়ান্তী’ আসছে হইচই ওয়েব প্ল্যাটফর্মে। এটি এই প্ল্যাটফর্মের প্রথম মহিলা গোয়েন্দা কাহিনী। প্রধান চরিত্রে থাকছেন তুহিনা দাস ও তার স্বামীর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাশিষকে। শুটিং শুরু হয়েছে বেশ কিছুদিন হল। দময়ান্তি আদতে একজন শখের গোয়েন্দা। নানা রহস্য সমাধানে তার বিশেষ আগ্রহ রয়েছে। বাংলা ছবির দুনিয়াতে মহিলা গোয়েন্দা হাতেগোনা বললেই চলে।
আসছে ‘দময়ন্তি’
