আমরণ অনশনে বসলেন জেলা মুখ্য স্বাস্থ্যকর্মীরা।

কোচবিহারে জেলার পুরুষ স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরণ অনশনে বসলেন জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে। জানা গিয়েছে পুরুষ স্বাস্থ্য কর্মীদের বেতন বৈষম্য, অবিলম্বে বেতন বৃদ্ধি,স্থায়ীকরন সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ ও আমরণ অনশনে বসে স্বাস্থ্য কর্মীরা। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায় । জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পার্থ প্রতিম রায় মহাশয় তাদের এই আন্দোলন তুলে নেওয়ার জন্য আবেদন করেন । সূত্রের খবর তিনি অনশনকারীদের আশ্বাস দিয়ে জানিয়েছেন যে তাদের দাবিদাওয়া নিয়ে কথা বলবেন জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ।স্বাস্থ্যমন্ত্রকের দৃষ্টিতে জরুরী ভিত্তিতে নিয়ে আসবেন আর যাতে তা পূরণ হতে পারে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন ।

আজ কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক করণে জেলার মাল্টি পারপাস হেলথ ওয়ার্কার্স (মেল) যে সকল স্বাস্থ্য কর্মী তাদের দাবীসমূহ নিয়ে অনশনে বসেছে তাদের সংগে কথা বললেন আমাদের কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পার্থ প্রতিম রায় মহাশয় তাদের এই আন্দোলন তুলে নেওয়ার জন্য আবেদন করলেন । এটা আস্বস্ত করেছে তাদের দাবীসমূহ স্বাস্থ্যমন্ত্রকের দৃষ্টিতে জরুরী ভিত্তিতে নিয়ে আসবেন আর যাতে তা পূরণ হতে পারে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *