তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার রাজ্য সরকারের এমনই একটি প্রকল্প আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হল।
রাজ্যের কেউ যাতে চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করতে চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। আন্তর্জাতিক স্তরে বাংলার মুখ উজ্জ্বল করল এই স্কিম। ‘সেন্ট গ্যালেন ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৫’এ গিয়েছিল এই রাজ্যের প্রথিতযশা চিকিৎসকদের একটি দল।
বিশ্বের অন্যতম সেরা এই চিকিৎসকদের সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সফলতার কথা তুলে ধরা হয়। অস্ট্রিয়ায় আয়োজিত এই চিকিৎসক সম্মেলনে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে ক্যান্সারের চিকিৎসায় কীভাবে এই স্কিমের মাধ্যমে এই রাজ্যের রোগীরা ‘ব্রেস্ট ক্যান্সার’এর চিকিৎসার খরচ অনেকাংশে কমাতে পারছেন সেই বিষয়টি তুলে ধরা হয়। সরকারের এই স্কিমের সুবিধা নিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীরা কীভাবে দিনের পর দিন নিখরচায় কেমোথেরাপি চালাচ্ছেন সেটাও তুলে ধরেন বাংলার চিকিৎসক দল।