কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এক সপ্তাহের মধ্যে নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল বুধবার কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন যে বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর ১২ টা থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে চলেছেন।
সাত বছরের বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। কখনো মেধা তালিকা প্রকাশ করা হয়, আমার কখনো নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে ইন্টারভিউ লিস্ট প্রকাশের পরপরই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীবস্কুল সার্ভিস কমিশনের উচ্চ পদের নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় নির্দেশ স্কুল শিক্ষা সচিব কে দেন।
অন্যদিকে কমিশনের তরফ এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল অফলাইনে ইন্টারভিউ নেওয়া হবে এবং যদিও চাকরি প্রার্থীদের দাবি ৩১ জুলাই এর মধ্যে কমিশন কে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু করোনা পরিস্থিতি ঠিক হলে প্রক্রিয়া শুরু হবে। শুধু তাই নয় ইন্টারভিউ তে যারা সুযোগ পায়নি তাদের প্রাপ্ত নম্বর দিয়ে জানানো হবে বলে কমিশন সূত্রে খবর।রাজ্যে ইতিমধ্যেই করোনা সংক্রমণ চলছে সে ক্ষেত্রে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হওয়ার পরপর হাই কোর্টের তরফে সবুজ সংকেত পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে ।তবে এখনো পর্যন্ত আইনি জটিলতাই সবথেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।