ত্রিপুরার আগরতলায় একটি ৫স্টার হোটেল চালু করল উত্তরপূর্ব ভারতের বৃহত্তম হোটেল কোম্পানি হোটেল পোলো টাওয়ার্স গ্রুপ। নবনির্মিত হোটেল পোলো টাওয়ার্স আগরতলা একটি ফুল-সার্ভিস হোটেল, যেখানে রয়েছে বিলাসবহুল গেস্টরুম ও স্যুইট, আর সেইসঙ্গে ১০০০ বর্গফুটেরও অধিক একটি প্রেসিডেন্সিয়াল স্যুইট। অবসরযাপনের সর্বসুবিধাযুক্ত এই হোটেলে রয়েছে বার, অল-ডে ডাইনিং রেস্টুর্যান্ট, জিম, স্পা ও সুইমিং পুল। আরও রয়েছে ২০,০০০ বর্গফুটের মিটিং এরিয়া, বলরুম, তিনটি ফাংশন রুম, দুইটি মিটিং রুম, একাধিক লন এবং একটি সেপারেট এরিয়া, যা ফয়ার অথবা ফাংশন স্পেস হিসেবে ব্যবহার করা যায়। উত্তরপূর্বাঞ্চলের তৃতীয় ৫স্টার হোটেল হিসেবে এই হোটেলটি পোলো টাওয়ার্স গ্রুপের পোর্টফোলিওতে ১১তম হোটেল। এটিই ত্রিপুরার প্রথম হোটেল যেখান থেকে এয়ারপোর্টে যাতায়াতের জন্য শোফার-চালিত গাড়ির ব্যবস্থা রয়েছে। এয়ারপোর্টের সুবিধাযুক্ত উত্তরপূর্বের দ্রুত বর্ধনশীল শহর আগরতলা এই অঞ্চলের দ্বিতীয় ‘মোস্ট ভিজিটেড সিটি’। শহরের ভিআইপি রোডে অবস্থিত হোটেল পোলো টাওয়ার্স আগরতলা ব্যস্ত বাজার এলাকা ও ঐতিহাসিক পুরাতন রাজভবনের নিকটে। সেক্রেটারিয়াটও কাছেই। হোটেল থেকে আগরতলা এয়ারপোর্ট মাত্র ৭ কিলোমিটার দূরত্বে।