আইপিএল ২০২২-এ নতুনত্ব আনছে বিসিসিআই

আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিসিসিআইয়ের। পরবর্তী মরসুমগুলোর জন্য আইপিএলে নতুনত্ব আনছে বিসিসিআই। দলের সংখ্যা বেড়ে ৮ থেকে করা হচ্ছে ১০। ২০১৪ সাল থেকে ৮টি করে দল এই টুর্নামেন্টে অংশ নিয়ে এসেছে। এছাড়াও ফ্র্যাঞ্চাইজির চুক্তির অঙ্কের পরিমানও ৮৫ কোটি থেকে বাড়িয়ে ৯০ কোটি করা হবে। প্রতি বছরই এই অঙ্কর পরিমান বেড়ে যাবে পাঁচ কোটি করে। ২০২৪ সালে যা গিয়ে দাঁড়াবে ১০০ কোটিতে।

২০১১ সালে শেষবার ১০ দলের আইপিএল হয়েছিল। পরের ২ বছর ৯ দলের টুর্নামেন্ট হয়েছিল। কিন্তু ২০১৪ থেকে সংখ্যাটা ৮-এ এসে দাঁড়ায়। আইপিএলের থেকে পাওয়া মুনাফা অস্বীকার করার কোনও উপায় নেই। বিসিসিআইও তাই আগামী মরসুমে আরও ২টো দলকে টুর্নামেন্টে খেলানোর ভাবনা চিন্তা করেছে। মেগা নিলাম পর্ব আয়োজিত হতে পারে আমেদাবাদ অথবা মুম্বইয়ে।

চলতি বছরের আইপিএল এখনও শেষ হয়নি। আগামী সেপ্টেম্বরে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব হবে আমিরশাহিতে। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে হয়ত নতুন দল নেওয়ার বিডিং প্রক্রিয়া চালু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *