আসামে ‘গোল্ড লোন মেলা’ শুরু করল ভারতের অন্যতম বৃহৎ নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি আইআইএফএল ফাইন্যান্স। এর মাধ্যমে সকল নতুন গ্রাহক ১০,০০০ টাকা বা তার অধিক গোল্ড লোনের উপরে নিশ্চিত উপহার পাবেন। ‘গোল্ড লোন মেলা’ প্রসঙ্গে আইআইএফএল ফাইন্যান্সের ইস্ট জোনাল হেড নিলয় ঘোষ জানান, এই গোল্ড লোন মেলার মাধ্যমে স্বর্ণঋণ লাভ করে তাৎক্ষণিক অর্থলাভের ফলে মানুষের নানারকম স্বপ্নপূরণ সম্ভব হবে। সেইসঙ্গে তারা পাবেন নিশ্চিত উপহার ও ডিসকাউন্ট।
গোল্ড লোন মেলা স্কিমে পাওয়া যাবে আকর্ষণীয় সুদের হার, যার শুরু মাসিক ১% থেকে। সঙ্গে থাকবে মাত্র ৫ মিনিটের দ্রুত ঋণদান প্রক্রিয়া, গোল্ডের উপরে সর্বোচ্চ লোন ভ্যালু ও সহজ ডিজিটাল পেমেন্ট অপশন। এই অফারের সুবিধা পাওয়া যাবে আসামের ২৮টি আইআইএফএল গোল্ড লোন ব্রাঞ্চে। উল্লেখ্য, আইআইএফএল ফাইন্যান্স হল ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল ফাইন্যান্স কোম্পানি, যার নিয়ন্ত্রিত অ্যাসেটের পরিমাণ ৪০,০০০ কোটি টাকা। দেশের ২৫০০টি স্থানে আইআইএফএল ফাইন্যান্সের উপস্থিতি রয়েছে।