ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় আরবি ছোটোদের জন্য এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল – ‘বার্ডস অ্যান্ড বীজ টক’। এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আসবে অরুণাচল প্রদেশের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েরা। কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, শিক্ষা মন্ত্রী তাবা তেদির, মুখ্য সচিব নরেশ কুমার ও শিক্ষা সচিব নীহারিকা রাই। এই যৌনশিক্ষামূলক কর্মসূচির উদ্দেশ্য হল বয়ঃসন্ধিকালের কিশোরকিশোরীদের বিভিন্ন সঠিক, বাস্তবভিত্তিক ও বয়স-উপযোগী তথ্য দ্বারা সাহায্য করা যাতে তারা বড় হওয়া, যৌনতা ও জীবনশৈলী বিষয়ে জানতে পারে।
অরুণাচল প্রদেশের সরকারি ও স্বীকৃত স্কুলগুলিতে বার্ডস অ্যান্ড বীজ কর্মসূচি চালানো হবে। এই কর্মসূচির সূচনার জন্য উত্তরপূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ এক আদর্শ রাজ্য, কারণ এখানকার শিক্ষা নীতি হল সংস্কারমূলক। এই শিক্ষাক্রমের সঙ্গে ‘ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক’ ও সম্প্রতি ঘোষিত ‘নিউ এডুকেশন পলিসি ২০২০’ সামঞ্জস্যপূর্ণ। এই শিক্ষাক্রমের জন্য অংশগ্রহণকারী স্কুলগুলির শিক্ষকদের নিয়োগ করা হবে এবং তাঁদের শিক্ষাপদ্ধতি ও অনুশীলনী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এই কাজ শুরু হবে খুবই শীঘ্র। কর্মসূচিতে থাকবে ২৭ ঘন্টার অনুশীলন, যা স্কুলগুলি সারা বছর ধরে চালাতে পারবে।