অবাঞ্ছিত ভাবে সিমেন্ট বোঝাই লরি চলাচলের বিরুদ্ধে বিক্ষোভ, আটক একটি সিমেন্ট বোঝাই লরি

লকডাউনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সিমেন্ট বোঝাই লরি অবাঞ্ছিত ভাবে চলাচলের বিরুদ্ধে রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বেশকিছু লরির মালিকেরা। এমনকি এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারাও অবাঞ্ছিত ভাবে যানবাহন চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা মঙ্গলবাড়ী এলাকায় । ওই এলাকার রাজ্য সড়কে বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ । এরপরই সিমেন্ট বোঝাই লরিটি আটক করে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় এলাকার লরি চালকদের একাংশের বক্তব্য, করোনা সংক্রমন রুখতে রাজ্য সরকার লকডাউনের নির্দেশ দিয়েছে। এই লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া কোন রকম পণ্য সামগ্রী যানবাহনের মাধ্যমে চলাচল করবে না। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিনই পুরাতন মালদা মঙ্গলবাড়ী রোড দিয়ে অসংখ্য লরি যাতায়াত করছে। কোনোটায় সিমেন্ট বোঝাই রয়েছে, আবার কোনোটায় অপ্রয়োজনীয় জিনিস বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ আমাদের মতন সাধারণ লরি চালকেরা গাড়ি বন্ধ রাখায় ব্যবসায় মার খাচ্ছে। এই অবস্থায় এদিন কতগুলি সিমেন্ট বোঝাই লরি এই রাস্তা দিয়ে চলাচল করার সময় একটি গাড়ি আটক করা হয়। তারপরই সংশ্লিষ্ট থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে একটি সিমেন্ট বোঝাই লরি আটক করে নিয়ে গিয়েছে।

বিক্ষোভকারী এক লরির মালিক সনাতন মন্ডল বলেন, রাজ্য সরকারের নির্দেশ মেনে আমরা গাড়ি বন্ধ রেখেছি। করোনা সংক্রমণ রোধে সবরকম চেষ্টা যেমন রাজ্য সরকার করছে, সেই ভাবে আমরাও সহযোগিতা করছি। কিন্তু এক শ্রেণীর অসাধু চক্র মালদার সুস্থানি মোড় এলাকার গৌড় মালদা স্টেশন থেকে সিমেন্ট জাতীয় পণ্য সামগ্রী বোঝাই করে শহরে লরি নিয়ে চলাচল করছে। এক্ষেত্রে এই ধরনের ব্যবসায়ীরা সরকারি নির্দেশ পালন না করে নিজেদের কারবার চালিয়ে যাচ্ছে। অথচ আমাদের মতন সাধারণ লরি ব্যবসায়ীরা ব্যবসায় মার খাচ্ছে। তাই এদিন সিমেন্ট বোঝাই যে পণ্যবাহী লরিটি যাচ্ছিল সেটিকে আটক করে ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে । তারপর এই পুলিশকে খবর দেওয়া হয়।

বিক্ষোভকারী স্থানীয় একাংশ বাসিন্দারা বলেন, অপ্রয়োজনীয় ভাবে লকডাউনের মধ্যে যানবাহন চলাচলের বিষয়টি পুলিশকে কড়া নজর দিয়ে দেখা উচিৎ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অবাঞ্চিত ভাবে কিছু লরি অন্যান্য যানবাহন চলাচল করছে। লকডাউনের মধ্যে এই পরিস্থিতি কোনরকম ভাবে মেনে  নেওয়া যায় না। যেখানে রাজ্য সরকার মানুষকে লকডাউনের মধ্যে ঘর বন্দী হয়ে থাকতে বলছে। সচেতন এবং সজাগ থাকার পরামর্শ দিচ্ছে। সেক্ষেত্রে এভাবে অবাঞ্ছিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এদিন প্রতিবাদ জানানো হয়েছে।

পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, কিছু লরি চালক এবং বাসিন্দারা মঙ্গলবাড়ী ওল্ড মালদা রোডে একটি সিমেন্ট বোঝাই লরি আটকে বিক্ষোভ দেখিয়েছিল। আপাতত সেই লরিটিকে আটক করে নিয়ে আসা হয়েছে। তারপরই ওই এলাকার বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *