অপেক্ষার শেষে এসে গেল অ্যাথার ৪৫০এক্স ১২৫সিসি স্কুটার

ভারতের প্রথম স্মার্ট ইলেক্ট্রিক টু-হুইলার নির্মাতা অ্যাথার এনার্জি তাদের ১২৫সিসি ক্যাটাগরির ফ্ল্যাগশিপ স্কুটার অ্যাথার ৪৫০এক্স ডেলিভারি শুরু করতে চলেছে নভেম্বর থেকে। অ্যাথার জানিয়েছে, ২০২১-এর প্রথম ত্রৈমাসিক নাগাদ তাদের অ্যাথার ৪৫০এক্স স্কুটার দেশের দশটি শহরের রাস্তায় দেখা যাবে। শহরগুলি হল বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বই, পুণে, দিল্লি, আহ্‌মেদাবাদ, কোচি, কলকাতা ও কোয়েম্বাটর। বেঙ্গালুরু ও চেন্নাই থেকে শুরু করে পর্যায়ক্রমে ডেলিভারি দেওয়া হবে। অ্যাথার এনার্জির কো-ফাউন্ডার ও সিইও, তরুণ মেহ্‌তা জানান, প্যান্ডেমিকের কারণে তাদের কয়েকমাস দেরি হয়ে গেলেও তারা পরিকল্পনামাফিক কাজে ফিরে এসেছেন। ডিলার নেটওয়ার্ক ও অ্যাথার গ্রিড পয়েন্ট বিষয়ে খুবই শীঘ্র আরও তথ্য জানান হবে।  

গ্রাহকরা যাতে এই স্কুটারের অভিজ্ঞতা নিতে পারেন সেজন্য বিভিন্ন শহরে অক্টোবর থেকে টেস্ট রাইডের ব্যবস্থা করবে অ্যাথার। প্রধান শহরগুলিতে অ্যাথার এক্সপিরিয়েন্স সেন্টার স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে। পাবলিক চার্জিংয়ের জন্য ডেলিভারির আগেই ফাস্ট-চার্জিং নেটওয়ার্ক ‘অ্যাথার গ্রিড’ স্থাপিত হবে প্রতিটি শহরে। অ্যাথারের পরিকল্পনায় রয়েছে প্রথম পর্যায়ে প্রতিটি শহরে ১০ থেকে ১৫টি চার্জিং পয়েন্ট চালু করা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *