দেশের পাশাপাশি রাজ্যও সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। বেশ খানিকটা নিয়ন্ত্রণে চলে এসেছে রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন। অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু। গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৪১। মৃতদের মধ্যে ৯ জন উত্তর ২৪ পরগনার, ৮ জন কলকাতা, ৪ জন হুগলীর। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৫১৬। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৯,২৮৬। তবে আশার কথা এই যে, সুস্থতা কিছুটা বেড়েছে। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৪৯ হাজার ৪২৬ জন। রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার পর করোনা সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা আনা গিয়েছে। এদিকে, তৃতীয় ঢেউ অবসম্ভাবী বলছেন বিশেষজ্ঞরা৷ এই ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা৷ উল্লেখ্য, করোনাকে বাগে আনতে ১ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে জারি রয়েছে কড়ানিষেধ। বন্ধ সমস্ত গণপরিবহণ। কতদিনে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেই অপেক্ষায় রাজ্যবাসী।