অক্সিজেন সরবরাহে ইএসএল স্টিলের উদ্যোগ

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও স্টিল মন্ত্রকের চাহিদা অনুসারে লিকুইড মেডিকেল অক্সিজেন সরবরাহের জন্য বেদান্ত গ্রুপের স্টিল কোম্পানি ইএসএল স্টিল লিমিটেড তাদের বোকারোর নিকটবর্তী সিয়ালজোরি প্লান্টটিকে নির্দিষ্ট করেছে। দ্বিতীয় পর্যায়ের কোভিড-১৯ জনিত অতিমারি প্রতিরোধে সরকারের উদ্যোগের সঙ্গে সামিল হয়েছে বেদান্ত গ্রুপ।

অন্যান্য গ্রুপ কোম্পানির মতো ইএসএল স্টিল লিমিটেড কোভিড-৯ রোগীদের জন্য লিকুইড মেডিকেল অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করেছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে বেদান্ত কেয়ার্স ইনিশিয়েটিভের আওতাধীনে। একটি গ্রিন করিডরের মাধ্যমে ইএসএল দ্রুততার সঙ্গে এই অক্সিজেন সরবরাহ করবে। সঙ্কটাপন্ন রোগীদের জন্য ইএসএল ইতিমধ্যে অক্সিজেন কনটেনার পাঠাচ্ছে পাঞ্জাব, বিহার ও ঝাড়খন্ডে। জানা গেছে, প্রাইভেট সেক্টরের স্টিল প্রস্তুতকারকরা দেশের বিভিন্ন স্থানের কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য এপর্যন্ত প্রায় ১.৪৩ মেট্রিক টন লিকুইড মেডিকেল অক্সিজেন সরবরাহ করেছে। অক্সিজেনের চাহিদা যত বাড়ছে, তত বেশি সংখ্যায় স্টিল কোম্পানিগুলি মেডিকেল অক্সিজেন সরবরাহের কাজে তৎপর হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *