আইকনিক আইসক্রিম ব্র্যান্ড ভাদিলাল আইসক্রিম বিক্রয়ে ২০ শতাংশ বৃদ্ধি ঘটিয়ে অতিমারি-পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার দিকে লক্ষ্যস্থির করেছে। ‘ওয়াহ্! ভাদিলাল!’ ক্যাম্পেনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাদিলালের ব্র্যান্ড ডিরেক্টর আকাঙ্খা গান্ধি জানান, অতিমারির আগে ২০১৯-২০’তে ভাদিলাল ৬৫০ কোটি টাকার আইসক্রিম বিক্রয় করেছে। চলতি আর্থিক বৎসরে বিক্রয়ের পরিমাণ ৮০০ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে।
ভাদিলালের প্রোমোটার গান্ধি পরিবারের তৃতীয় প্রজন্মের আকাঙ্খা বলেন, ভাদিলাল একটি ব্র্যান্ডের পরম্পরা। এরসঙ্গে নানা উপাদান, স্বাদ ও গন্ধের আইসক্রিমের রেঞ্জ জড়িত রয়েছে। ভাদিলাল গ্রাহকদের জন্য প্রিমিয়াম আইসক্রিমের যে রেঞ্জ এনেছে তা সকল প্রজন্মের কাছেই আদরণীয়। এজন্যই এককথায় বলা চলে: হর দিল বোলে ওয়াহ্! ভাদিলাল! আকাঙ্খা বলেন, রপ্তানিক্ষেত্রে ২০২০-২১ সালে আইসক্রিম ও অন্যান্য প্রসেসড ফ্রোজেন ফুডের টার্নওভার ২৫০ কোটি টাকা। এই অঙ্ক বর্তমান আর্থিক বৎসরে ৪০০ কোটি টাকায় পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।