করোনার প্রকোপে গোটা পৃথিবী ২০২০র শুরু থেকেই আক্রান্ত। সার্চ ইঞ্জিন বলতে যে নামটা সবার আগে মাথায় আসে, তা হল গুগল। বিভিন্ন দেশের গুগলের অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোন কর্মী অসুস্থ হয়ে না পড়ে। প্রথমে জুলাই মাসে বেশ কিছু অফিস খোলার সিদ্ধান্ত জানানো হলেও পরে করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত বদলে নেওয়া হল।
গুগল এবং অ্যালফাবেট কোম্পানির সিইও সুন্দর পিচাই একটি ইমেলে সমস্ত কর্মচারিদের জানিয়েছেন, কর্মচারীদের আরও ভালো পরিকল্পনা করতে দেওয়ার জন্য বিশ্ব জুড়ে সমস্ত কর্মচারীদের জন্য ঘরে বসে কাজ করার প্রক্রিয়া ৩০ জুন, ২০২১ পর্যন্ত জারি করা হল।
ভারতে গুগলের অফিস রয়েছে গুরগাঁও, মুম্বাই, হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোরে। ভারত গুগলের অন্যতম গুরুত্বপূর্ন ব্যবসায়িক মুনাফার কেন্দ্র, যেখানে ১০ কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে গুগুল।