রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ১৭ জুলাই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ঘোষণা করা হয়েছে । এর আগে ১১ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তা বদল করে ১৭ তারিখ করা হয়েছে। অফলাইনেই হবে জয়েন্ট পরীক্ষা। ১৪ অগস্টের মধ্যে ঘোষণা করা হবে পরীক্ষার ফলাফল। চলতি বছর ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স দেবে। ২৭৪টি কেন্দ্রে হবে পরীক্ষা।
পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়ির কাছে পরীক্ষা সেন্টার দেওয়া হবে বলে জানানো হয় বোর্ডের তরফে। শুধু দিন পিছিয়ে দেওয়া হলেও অন্যান্য যাবতীয় নিয়ম এক থাকবে জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, প্রতিটি রুমে ২০ জন করে পরীক্ষার্থীকে বসানো হবে। হলের মধ্যে কড়া কোভিড বিধি যাতে মেনে চলা হয়, সেই দিকে দেওয়া হবে বিশেষ নজর। প্রসঙ্গত, করোনা আবহে বন্ধ ট্রেন, বাস চলাচল। কিন্তু বিধিনিষেধের ফলে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে যানচলাচল কিছুটা স্বাভাবিক হয়।