হস্তী শাবকের মৃত্যুতে চাঞ্চল্য জলপাইগুড়িতে

সন্তানের দেহ আগলে শোকসভা হাতির দলের। তিনদিন পর হাতির দল কে সরিয়ে মৃত হস্তি শাবকের দেহ উদ্ধার করলো বন দফতর। জলপাইগুড়ির বৈকন্ঠপুর বন বিভাগের তিস্তা নদীর গৌরিকোন এলাকার ঘটনা। নদীর চরে বাদাম, ভুট্টা আবাদ করেন চর এলাকার বাসিন্দারা। তা খেতে একপাল হাতি হানাদেয় চর এলাকায়। পেটপুরে খাওয়া দাওয়ার পরেও হাতির দলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিল বন কর্মীদের। স্পেশাল ড্রাইভ করে দলটিকে দুই ভাগ করে বৈকন্ঠপুর এবং কাঠামবাড়ির জঙ্গলের দিকে সরিয়ে দিতেই বেরিয়ে আসে শাবকের মৃত দেহ। মনে করা হচ্ছে তিনদিন আগেই মৃত্যু হয়েছে আনুমানিক চার বছর বয়সী স্ত্রী হস্তি শাবকটির। প্রচণ্ড দাবদাহের মধ্যে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে অনুমান। মনে করা হচ্ছে সন্তানের আকষ্মিক মৃত্যু মেনে নিতে না পেরে দাড়িয়ে ছিলো হাতির দলটি। শনিবার উদ্ধার হস্তি শাবকের দেহ নদীর চর থেকে পারে এনে ময়নাতদন্তের পর সৎকারের ব্যবস্থা করা হবে বলে বন দফতর জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *