জাপানে তৈরি বেশ কয়েকটি অ্যানিমেশন গুলির মধ্যে অন্যতম পুরনো কার্টুন হল ‘হাগেমারু’।
জাপানে তৈরি হলেও ভারতে এর জনপ্রিয়তা কিন্তু কম নয়। কার্টুনটি হাগেমারু হিসেবে জনপ্রিয় হলেও তাঁর আসল নাম ‘সুরুপিকা হাগেমারু’। ১৯৮৮ সালে প্রথম টেলিভিশনে এই কার্টুনটি দেখানো হয়। এই অ্যানিমেশনটির রচয়িতা হলেন শিনবো ‘নমুরা’।
গল্পের প্রধান চরিত্র হাগেমারু। আর এই কার্টুনের দেখানো হয় যে হাগেমারু এবং তার পরিবার কতটা কৃপণতার সঙ্গে জীবন যাপন করে। ভারতীয় টেলিভিশনে এদের কথাবার্তার ধরন অনেকটা গুজরাটি ভঙ্গিতে করা হয়েছে তা কেবল মনোরঞ্জনের জন্যই। হাগেমারু ও তার পরিবার জাপানের নেরিমা শহরে বাস করে। হাগেমারু অর্থাৎ কার্টুনের প্রধান চরিত্র পঞ্চম শ্রেণীতে পড়লেও শারীরিক গঠনেও অনেকটাই ছোট, সে তুলনায় ক্লাসের অন্যান্য বন্ধু-বান্ধবীরা উচ্চতায় তার তুলনায় অনেকটাই লম্বা। শুধু আকারে ছোটই না হাগেমারু মাথাতে রয়েছে মাত্র তিনটে চুল। তাদের বাড়িতে একটি পোষা কুকুরের রয়েছে তবে তাকে নিয়ে অ্যানিমেশটিতে বিশেষ কিছু দেখানো হয়নি।
তবে অনেকেরই ভাবনা ‘হাগেমারু’ কার্টুনটি ‘শিনচান’ নামক এক জনপ্রিয় কার্টুন নকল করে বানিয়েছে। তবে এটি সম্পূর্ণ ভুল কারণ ‘শিনচান’ শুরু হওয়ার অনেক আগে থেকেই এই কার্টুনটি টিভিতে দেখানো হতো।