রেন্টাল ও সেইসংক্রান্ত সার্ভিসের একটি প্লাটফর্ম ‘হাউসিং এজ’ (Housing Edge) লঞ্চ্ করল এলারা টেকনোলজিসের মালিকানাধীন ভারতের অগ্রণী রিয়াল-এস্টেট পোর্টাল হাউসিং-ডট-কম। এই প্লাটফর্মের মাধ্যমে ভাড়াটে ও ল্যান্ডলর্ডদের ব্যবহারের জন্য বিভিন্ন পরিষেবার ডিজিটাইজেশন করার ব্যাপারে হাউসিং ডট কম সাহায্য করবে। অনলাইন রেন্ট পেমেন্ট, অনলাইন রেন্টাল এগ্রিমেন্ট, টেন্যান্ট ভেরিফিকেশন, প্যাকিং ও মুভিং, ফার্নিচার রেন্টাল, হোম ইন্টেরিয়র, হোম সার্ভিসেস ইত্যাদি সুবিধা গ্রহণ করতে পারবেন মালিক ও ভাড়াটে উভয়পক্ষই।
দিল্লি, বেঙ্গালুরু, গুরুগ্রাম, মুম্বই, হায়দ্রাবাদ, চেন্নাই ও পুণেতে হাউসিং এজ-এর বেশিরভাগ পরিষেবা পাওয়া গেলেও অন্যান্য আরও কিছু শহরেও এইসব পরিষেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাউসিং এজ-এর পে-রেন্ট সার্ভিস পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে, যা তুমুল সাড়া পেয়েছে। গত সাত মাসে কোম্পানি ২,০০,০০০টিরও বেশি লেনদেন করেছে এবং পে-রেন্ট সংক্রান্ত কাজে তার পরিমাণ ৬০০ কোটি টাকারও বেশি। গ্রাহকদের আরও ভাল পরিষেবা যাতে প্রদান করা সম্ভব হয় সেজন্য কোম্পানি বিভিন্ন ইন্ডাস্ট্রি-লিডিং ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।