স্নাতকে ভর্তি নিয়ে বড় ঘোষণা রাজ্যের, লাগবে না আবেদন ফিস

স্নাতকে ভর্তি নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য। হবে না কোনো প্রবেশিকা পরীক্ষা এবং লাগবে না কোনো আবেদন ফি। কলেজে ২-৩১ আগস্ট পর্যন্ত চলবে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া।

পঠন-পাঠন প্রক্রিয়া কিভাবে চলবে? এবং কিভাবে ছাত্রছাত্রী ভর্তি হবে? এ নিয়ে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেন। বিশেষত কোভিড সংক্রমনের বিষয়ে মাথায় রেখেই এই একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এদিন শিক্ষামন্ত্রী এই বিষয়ে উপাচার্যের সঙ্গে বিস্তারিত আলোচনা করে জানান, অন্যান্য বছরগুলোর মতো এবারেও অনলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া। স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া চলবে ১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১ অক্টোবর থেকে কলেজে স্নাতক এর ক্লাস শুরু হবে। গত বছর মার্চ থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে না। যেহেতু করোনা সংক্রমণ বেড়েই চলছে তাই এবছরও অনলাইন ক্লাসই ভরসা। এই অতিমারি পরিস্থিতিতে কবে থেকে আবার শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা উপস্থিত হতে পারবে তা এখনও বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *