সোনি’র ওয়্যারলেস স্পিকার্স রেঞ্জে নতুন স্পিকার

সোনি ইন্ডিয়ার এক্সট্রা বাস স্পিকার রেঞ্জে এসে গেল তিনটি নতুন ওয়্যারলেস স্পিকার – এসআরএস-এক্সবি৪৩, এসআরএস-এক্সবি৩৩ ও এসআরএস-এক্সবি২৩। এসআরএস-এক্সবি৪৩’তে রয়েছে ইউনিক রেক্টাঙ্গুলার ডায়াফ্রাম ডিজাইন, এসআরএস-এক্সবি৩৩ একটি টাফ ডিজাইনের অলরাউন্ডার ও এসআরএস-এক্সবি২৩ এক কম্প্যাক্ট ডিজাইনের পারফেক্ট আউটডোর কম্পানিয়ন। এই স্পিকারগুলি গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরি সাপোর্ট করে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার্সের মাধ্যমে। এসআরএস-এক্সবি৪৩ ও এসআরএস-এক্সবি৩৩ দেয় ২৪ ঘন্টার মিউজিক প্লেব্যাক। এসআরএস-এক্সবি২৩’তে ১২ ঘন্টার ব্যাটারি ব্যাক-আপ পাওয়া যায় যার দ্বারা ১০ ঘন্টা ধরে এক্সট্রা বাস মোড প্লেব্যাক পাওয়া সম্ভব। তিনটি স্পিকারই টাইপ-সি ইউএসবি দ্বারা চার্জ করা যায়। এই স্পিকারগুলির অডিয়ো কোয়ালিটি ও ডিজাইন হাউস পার্টির পক্ষে একেবার উপযুক্ত। এসআরএস-এক্সবি২৩, এসআরএস-এক্সবি৩৩ ও এসআরএস-এক্সবি৪৩’এর দাম যথাক্রমে ৮,৯৯০ টাকা, ১২,৯৯০ টাকা ও ১৬,৯৯০ টাকা। ১৬ জুলাই থেকে নতুন স্পিকারগুলি পাওয়া যাবে সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, প্রধান ইলেকট্রনিক স্টোর্স ও অন্য কমার্স ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *