সিবিআই – এর তলব পড়লো তৃণমূলের নেতাকে

আবার একবার সিবিআই – এর কোপ পড়লো রাজ্যের শাসক শিবিরে৷ আইকোর চিটফান্ড মামলায় এবার মদন মিত্র ও তাঁর ছেলেকে তলব করল সিবিআই৷ মদন মিত্র ও তাঁর ছেলে স্বরূপ মিত্র দু’জনকেই সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তলব করা হয়েছে৷ আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপ মিত্রকে৷ আইকোরের নথিপত্র খতিয়ে দেখে মদন মিত্র ও তাঁর ছেলের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি৷ জানা গিয়েছে, আইকোরে অফিসিয়াল ডেজিগনেশন ছিল স্বরূপ মিত্রের৷ এর আগে পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই৷ পার্থ চট্টোপাধ্যায় ও মানস ভুঁইয়ার অফিসে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই অফিসাররা৷ তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছিল৷

আইকোর চিট ফান্ড মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই অফিসাররা জানতে পেরেছেন, এই সংস্থার সঙ্গে স্বরূপ মিত্রের আর্থিক লেনদেন হয়েছিল৷ কেন তিনি টাকা নিয়েছিলেন, তাঁর সঙ্গে কী চুক্তি হয়েছিল, তিনি আইকোরকে কোনও সার্ভিস দিয়েছিলেন কিনা, এই সকল প্রশ্নের উত্তর পেতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ ইডি আধিকারিকদের দাবি, এই মামলার তদন্তে ব্যাঙ্ক ডিটেইলস খতিয়ে দেখার সময়েও স্বরূপ মিত্রের নাম পাওয়া গিয়েছে৷ আইকোর সংস্থার অ্যাকাউন্টস বিভাগের কর্মীরাও জানিয়েছেন, স্বরূপ মিত্রকে একাধিকবার সংস্থার দফতরে দেখা গিয়েছে৷ 

উল্লেখ্য সারদা চিচটফান্ড মামলায় দীর্ঘদিন জেলে কাটিয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। দীর্ঘ টানাপোড়েনের পর জামিনে মুক্তি পান তিনি। তারপরেও একাধিকবার মদন মিত্রকে তলব করে জেরা করা হয়েছে। এবার ডাকা হল আইকোর মামলায়৷ এখনও পর্যন্ত তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে এই মামলায় তলবও করা হয়েছে। পার্থবাবু ও মানসবাবু কাজে ব্যস্ত থাকার কারণে তদন্তকারীদের জেরা এড়িয়েছিলেন, যার জেরে তদন্তকারীরা খোদ মন্ত্রীদের দফতরে পৌঁছে গিয়ে তাঁদের জেরা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *