শিশুদের উপর কোভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক

২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর এবার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কোভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চলেছে ভারত বায়োটেক। মঙ্গলবার কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞ কমিটি এই অনুমতি দেয়। খুব শীঘ্রই এই ট্রায়াল শুরু হবে। সব ঠিকঠাক থাকলে ন্যূনতম ২ বছর বয়সি শিশুদেরও কোভ্যাক্সিনের ডোজ দেওয়া যাবে।

দেশে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দাবি করেছেন। তার জেরে শিশুদের জন্য ভ্যাকসিনের চাহিদা বাড়ছিল।  এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরই ভারত বায়োটেককে অনুমতি দেওয়া হল শিশুদের উপর কোভ্যাক্সিন ট্রায়ালের জন্য। কমপক্ষে ৫২৫ জনের উপর দিল্লি ও পটনার এইমস হাসপাতালে ও নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউটে এই পরীক্ষা চালানো হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *