আথার এনার্জি শিলিগুড়িতে লঞ্চ্ করল আথার ৪৫০এক্স স্কুটার। যারা এবছর জানুয়ারিতে নতুন প্রোডাক্ট লাইন লঞ্চ্ হওয়ার আগে অর্ডার বুক করেছিলেন, শিলিগুড়ির তেমন অনেকেই লিমিটেড এডিশন সিরিজ ১ ভেহিকেল পাবেন। এরাজ্যে কলকাতার পর শিলিগুড়ি পাচ্ছে আথার ৪৫০এক্স। ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকের শেষ নাগাদ ভারতের ২৭টি শহরের রাস্তায় আথার ৪৫০এক্স স্কুটার দেখা যাবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইন্টেলিজেন্ট ইলেক্ট্রিক স্কুটার নির্মাতা আথার এনার্জি।
ভারতের দ্রুততম ও অন্যতম সেরা স্মার্ট স্কুটার আথার ৪৫০এক্স পাওয়া যাচ্ছে তিনটি নতুন কলারে – গ্রে, গ্রীন ও হোয়াইট। ইকো, রাইড ও স্পোর্ট তো আছেই, সেইসঙ্গে আথার এনেছে এক হাই-পারফর্ম্যান্স মোড ‘ওয়ার্প’। এই ইলেক্ট্রিক স্কুটারে থাকছে ৪জি সিম কার্ড ও ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আরোহীরা ফোন কল ও মিউজিকের সুবিধা পাবেন টাচস্ক্রিন ড্যাশবোর্ড থেকে। মিনিটে ১.৫কিমি হিসেবে আথার ৪৫০এক্স আগের থেকে ৫০ শতাংশ দ্রুততায় চার্জ হবে, ফলে এটি হবে ইলেক্ট্রিক টু-হুইলার ক্যাটাগরিতে ‘ফাস্টেস্ট চার্জিং রেট’ প্রদানকারী।