শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার ঘোষণা করলেন বছর বছর এসএসসি-টেটের

আজ অর্থাৎ শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘোষণা করলেন এবার থেকে প্রতিবছর চেষ্টা করব প্রাথমিক টেট – এসএসসি করার । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকবে।

গত ২রা জুলাই আদালত নির্দেশ দিয়েছিল , ৭ দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী শুক্রবার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকাও প্রকাশ করে এসএসসি কমিশন।

অন্যদিকে ‘ক্রেডিট কার্ড’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ৯ জুলাই পর্যন্ত আবেদন জমা পড়েছে ২৫,৮৪৭টি। আবেদনকারীদের মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন এবং ছাত্রী ৯,৪৬১ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আবেদনকারী ছাত্রছাত্রীর সংখ্যা ১৯,৯৪৮ এবং রাজ্যের বাইরে পাঠরত পড়ুয়ার সংখ্যা ৫,৮৯৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *