শঙ্কর ঘরানার প্রতি জুবিনের শ্রদ্ধাঞ্জলী

জুবিন এক স্বাধীন শিল্পী। তিনি বিভিন্ন প্রকল্পের জন্য সঙ্গীত ও ভিস্যুয়াল কনসেপ্ট সৃষ্টি করে থাকেন, এমনকি আন্তর্জাতিক প্রকল্পের জন্যও। জুবিনের অভিজ্ঞতা সংগৃহিত হয়েছে উদয়নের (বর্তমানে উদয়ন কলাকেন্দ্র) উদয়শঙ্কর ড্যান্স স্টাইলের সঙ্গে তাঁর সম্পর্ক থেকে। তাঁর এই অভিজ্ঞতাসঞ্জাত দক্ষতা ব্যবহার করে তিনি ভিস্যুয়াল কনসেপ্টের মিশ্রণকে পৌঁছে দিয়েছেন তাঁর জুবিনআর্ট নামের আর্ট ফর্মে। সেখান থেকেই এই ‘ডিভাইন ইমোশন’ কম্পোজিশন ট্র্যাক নির্মিত হয়েছে। সারা বিশ্বের সামনে তা তুলে ধরার উদ্যোগ নিয়েছে অমরা মিউজিক।

জুবিনের নিজের কথায়, ‘ডিভাইন ইমোশন’ কম্পোজিশনটি তাঁর কাছে একটা বিশেষ ব্যাপার। এই প্রকল্প রূপায়ণের কাজে তিনি হাত মিলিয়েছেন ড. সুবীর রায় (ফ্লুট), অর্ণব ভট্টাচার্য্য (সরোদ), সৌমাল্য চক্রবর্তী (সেতার), পুষ্পেন্দু চ্যাটার্জি (এস্রাজ), কৌশিয় রায় (ভায়োলিন), কিংশুক চক্রবর্তী (পারকাসনস), কুণাল বিশ্বাস (বাস), সার্থক সেন (তবলা), দীপশ্রী ও অঙ্গিরা মান্না (নৃত্য) ও শৌর্য্য মুখার্জির সঙ্গে (ক্যামেরা)। ম্যাজিক স্টুডিয়োর মৈনাক কর্মকার ও বিমান রায়কে অ্যারেঞ্জমেন্ট ও মাস্টারিংয়ের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, লকডাউন চলাকালীন শুরু হওয়া ‘ডিভাইন ইমোশন’ প্রকল্পটির জন্য সংশ্লিষ্ট সকলে খুবই উৎসাহের সঙ্গে তাঁকে সাহায্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *