রাতের আলোতে এই প্রথম “স্পোর্টস মিট” শিলিগুড়িতে

রাতের আলোতে এই প্রথম “স্পোর্টস মিট” হতে চলেছে এশহর শিলিগুড়িতে। “শিলিগুড়ি এ্যাথালেটিকস ওয়েলফেয়ার অর্গানাইজেশন” এর পরিচালনায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ৬৫০ জন প্রতিযোগী ৫২টি বিভিন্ন খেলায় ভাগ নেবেন।সংস্থার মুখপাত্র বিশ্বনাথ ঘোষ এক প্রশ্নের উত্তরে জানান রাতের আলোতে এই প্রথম অংশ নিতে চলেছে খেলোয়াড়েরা।তাদের মুল উদ্দেশ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের উৎসাহ প্রদান করা।এছাড়াও সেরা খেলোয়াড় কে অর্থে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।আগামীকাল সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে স্পোর্টস মিট বলে জানান বিশ্বনাথবাবু। এবছরের সার্থকতা দেখে আগামীতে প্রতি বছর এই বার্ষিক স্পোর্টস মিট করাবার ভাবনা চিন্তায় রয়েছে তারা।আগামীকাল এই স্পোর্টস মিটের শুভ আরম্ভ হবে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীর হাত দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *