‘মেঘে মেঘে আনপ্লাগড’ ১০০কে ভিউ

একজন প্রতিষ্ঠিত ড্যান্সার, মিউজিক কম্পোজার ও কনসেপচুয়াল আর্টিস্ট জুবিন মিত্র তাঁর জুবিনআর্টের মাধ্যমে অনেকবার তাঁর দক্ষতা ও সৃজনশীলতার প্রমাণ রেখেছেন। রূহ্‌ মিউজিক থেকে মুক্তিপ্রাপ্ত ‘বোলো দুগ্‌গা মাইকি’র সাফল্যের পর আসা ‘মেঘে মেঘে আনপ্লাগড’ ইতিমধ্যে ইউটিউবে ১০০কে ভিউ অতিক্রম করে ফেলেছে। এপি মিউজিক থেকে প্রকাশিত এই গানটি শীঘ্রই সকল ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে। বিভিন্ন আন্তর্জাতিক প্রোজেক্টে জুবিন নিজেকে ড্যান্সার, ডিজাইনার, এডিটর, লাইট ডিজাইনার, সঙ রাইটার ও মিউজিক কম্পোজার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 

‘আনপ্লাগড’-এর আগে জুবিন মিত্র এই একই গানকে রক ও সেমি-ক্লাসিক্যালে সংমিশ্রিত করে একটি নতুন ধরণের উদ্যোগ নিয়েছিলেন। গানটি গেয়েছিলেন প্রাজ্ঞ দত্ত। এবারের রিপ্রাইজ ভার্সনে তিনি গানটিকে ব্লেন্ড করেছেন সরল ‘সোলফুল ভোকাল টেকনিকের’ সঙ্গে। ‘মেঘে মেঘে আনপ্লাগড’ গেয়েছেন মল্লার কর্মকার। জুবিনের পরিকল্পনার ভিত্তিতে অ্যারেঞ্জ করা ‘মেঘে মেঘে আনপ্লাগড’ ‘মিক্সড অ্যান্ড মাস্টার্ড’ হয়েছে মৈনাক কর্মকারের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *