মুকুল রায়কে PAC চেয়ারম্যান করার সিদ্ধান্তে স্পিকারকে হলফনামা পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের

মুকুল রায়কে কিভাবে PAC চেয়ারম্যান করা হলো জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। বিধানসভার স্পিকার কে হলফনামা পেশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ১২ আগস্ট এর মধ্যে স্পিকার বিমান ব্যানার্জিকে হলফনামা পেশের নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার সেই মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দেন বিচারপতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মর্মে স্পিকারের কাছে আবেদন করেন এবং জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিকার ব্যবস্থা না নিলে তারা আদালতের দ্বারস্থ হবেন। কার্যত তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বহুদিন বাংলায় দলত্যাগী আইন কার্যকরী না হলেও তিনি তা করে দেখাবেন।

এই বিতরকের মাঝে মুকুল রায়কে PAC চেয়ারম্যান করা হয়। এই সিদ্ধান্তের মূলত তীব্র বিরোধিতা করে বিজেপি। এই ঘটনার প্রতিবাদে বিধানসভার অন্যান্য কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়কেরা। বিরোধী দল নেতা অভিযোগ করেন সমস্ত প্রথা ভেঙে মুকুল রায় কে PAC চেয়ারম্যান করা হয়েছে। শুভেন্দু কটাক্ষ করে বলেন উনি বিধায়কেই থাকবেন না তো PAC চেয়ারম্যান কি করে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *