বুধবার বিকালে চোপড়ার দলূয়া এলাকায় ৩১ নং জাতীয় সড়কে শিলিগুড়ি গামি একটি মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খাওয়াতে দূর্ঘনা ঘটে।গাড়ি চালকের মাথায় আঘাত লাগে।রক্তাত্ব অবস্থায় স্থানীয়র তাকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছের মালিক জানান মোহাম্মদ মোর্তজা লরিটি অন্ধপ্রদেশ প্রদেশ বিজয়বাড়া থেকে আসামের গোহাটি যাচ্ছিল সে সময় লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গাড়িটি জাতীয় সড়কের পাশে পাল্টি খেয়ে যায়।অবশ্য এ ঘটনায় তাদের কোন মাল লুটপাট বা ক্ষতি হয়নি বলে তিনি জানান। তিনি বলেন স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও সাহায্য করেছে পাশাপাশি স্থানীয় জনসাধারণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।কিছু হয়নি তাদের সমস্ত মাল সুরক্ষিত রয়েছে। তিনি পুলিশ ও জনসাধারণকে সাহায্য করার জন্য ধন্যবাদ দিয়েছেন।