ভ্রমনার্থীরা সুইজারল্যান্ড দেখবেন রজার ফেডেরারের চোখে

রজার ফেডেরার ও সুইজারল্যান্ড ট্যুরিজম (এসটি) সুইজারল্যান্ডকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে একযোগে কাজ করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যটন শিল্পে এতবড় সমস্যা দেখা যায়নি, তাই এই উদ্যোগ খুবই প্রয়োজনীয় ছিল বলে এসটি-র বিশ্বাস। তাদের মতে, সুইজারল্যান্ডকে বিশ্বের সামনে উপস্থিত করার জন্য রজার ফেডেরারের মতো আইকনিক ব্যক্তিত্ব খুবই দরকার ছিল। এপ্রিল মাস থেকেই ইউরোপিয়ান শহরগুলির দিকে নজর রেখে ‘কমিউনিকেশন অ্যাক্টিভিটি’ শুরু করবে এসটি। পরবর্তীতে ভারত-সহ ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের প্রতি দৃষ্টি দেওয়া হবে। ভিস্যুয়াল ও শর্ট ক্লিপের একটি সিরিজে রজার ফেডেরার ও সুইজারল্যান্ডের প্রকৃতি প্রদর্শন করা হবে। রজারের চোখে সুইজারল্যান্ডকে দেখা যাবে মাইসুইজারল্যান্ড-ডট-কমে।

খেলতে নেমে তিনি সবসময়েই মনে রাখেন তিনি সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন, একথা জানিয়ে রজার ফেডেরার বলেন, তাঁর নামের সঙ্গে সুইজারল্যান্ডের পতাকা জড়িয়ে থাকে। এসটি’র সঙ্গে যোগ দেওয়াকে যুক্তিযুক্ত বলে জানিয়ে তিনি বলেন, তাঁর সবসময়ের প্রিয় স্থান সুইজারল্যান্ড। দেশের বাইরে গেলেও এই দেশের কথা ভুলতে পারেন না তিনি। এসটি’র সিইও মার্টিন নাইডেগার জানান, সুইজারল্যান্ড ট্যুরিজম ও রজার ফেডেরার অবিচ্ছেদ্য। এই সম্পর্কের বন্ধন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *