ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড লার্জেস্ট স্পেক্ট্রাম পোর্টফোলিও-সহ স্থাপন করেছে বিশ্বমানের নেটওয়ার্ক, যাতে ব্যবহৃত হয়েছে ৫জি আর্কিটেকচারের বিভিন্ন কলাকৌশল। ভোডাফোন আইডিয়া লিমিটেডের ৪জি নেটওয়ার্ক পৌঁছে গিয়েছে প্রায় ১ বিলিয়ন ভারতবাসীর কাছে। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধি সম্ভব হয়েছে বলে সর্বাধিক দ্রুতগতির ৪জি নেটওয়ার্ক প্রদান সম্ভব হয়েছে, যা উকলা স্বীকৃত। এবার, ভারতের দু’টি টেলিকম ব্র্যান্ড ভোডাফোন ও আইডিয়া’র একত্রীকরণের মধ্য দিয়ে সৃষ্ট নতুন ব্র্যান্ড ভিআই নিয়ে এল ভারতের সবথেকে শক্তিশালী ৪জি নেটওয়ার্ক গিগানেট। ভিআই-এর গিগানেটের সঙ্গে ভারতের মোবাইল ফোন ব্যবহারকারীদের পরিচয় ঘটিয়ে দেওয়া হচ্ছে টিভি ও ডিজিটাল মাধ্যমে প্রচারের মধ্য দিয়ে। গিগানেটের পরিচিতি গ্রাহকদের কাছে আরও বেড়ে যাবে আইপিএল ২০২০ চলাকালীন। ভিআই হল স্টার স্পোর্টস চ্যানেলে আইপিএল ২০২০-এর সহ-উপস্থাপক।