দেশজুড়ে চলছে চীনা দ্রব্যের বর্জন । সীমান্ত সমস্যায় বেড়ে চলা উত্তাপে ভারতের ব্যবসায় খেসারত দিচ্ছে চীনা সংস্থাগুলি । ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার একে একে বন্ধ করে দেওয়ায় আপাতত ভারতে বিনিয়োগ করতে চাইছে না চীনা সংস্থা আলিবাবা । ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে চীনা সংস্থাগুলিকে ছেঁটে ফেলে করা বার্তা দিয়েছে ভারত । তারই মধ্যে আলিবাবা এবার ভারতে বিনিয়োগের আগে বুঝেশুনে চলতে চাইছে ।
সংবাদ সংস্থা রয়টার্সকে আলিবাবা জানিয়েছে, ভারতে কোনও ব্যবসা খোলার বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই তাঁদের। এমনকী যেসব ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা তাঁরা করেছিলেন, সেই সব প্ল্যানও স্থগিত রাখা হয়েছে।