ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্ধন ব্যাংকের মউ

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্ধন ব্যাংকের একটি মউ স্বাক্ষরহল। এর উদ্দেশ্য হল বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্ট চালু করা, যার দ্বারা সেনাবাহিনীর সদস্যরা ব্যাংকিংয়ের সুবিধা লাভ করবেন। লে. জেনারেল হর্ষ গুপ্তার উপস্থিতিতে নতুন দিল্লিতে এই মউ স্বাক্ষর হয়েছে ইন্ডিয়ান আর্মির লে. জেনারেল রবীন খোসলা এবং বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দ্রশেখর ঘোষের মধ্যে।

বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্টের সুবিধা পাবেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সকলেই। এই অ্যাকাউন্টে অনেকরকম সুবিধা রয়েছে, যেমন জিরো ব্যালেন্স ফেসিলিটি, ১ লক্ষ টাকার উপরে ব্যালেন্সের ক্ষেত্রে ৬% ইন্টারেস্ট, সকল এটিএম-এ আনলিমিটেড ফ্রি এটিএম লেনদেন। বার্ষিক চার্জ ছাড়াই শৌর্য্য ভিসা প্লাটিনাম ডেবিট কার্ড ও আনলিমিটেড ফ্রি এনইএফটি/ আরটিজিএস/ আইএমপিএস/ ডিডি লেনদেন। এছাড়াও রয়েছে ৩০ লক্ষ টাকার ফ্রি পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ও ১ কোটি টাকার এয়ার অ্যাক্সিডেন্ট কভার। ৪ বছর ধরে বার্ষিক ১ লক্ষ টাকা অবধি বিনামূল্যে পড়াশোনার সুবিধা পাবে অ্যাকাউন্ট হোল্ডারের দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে তার উপরে নির্ভরশীল সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *