আয়রন ও স্টিল সেক্টরে বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে দুজন ইন্ডাস্ট্রি ভেটারেনের পদোন্নতি ঘটালো বেদান্ত গ্রুপ। বেদান্ত আয়রন অ্যান্ড ফেরো অ্যালয়েজ বিজনেস-এর সিইও সৌভিক মজুমদারকে বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল সেক্টরের সিইও পদে নিয়োগ করা হল। একইসঙ্গে, বেদান্ত ভ্যালু অ্যাডেড বিজনেস-এর ডিরেক্টর এনএল ভাট্টে’কে ইএসএল স্টিল-এর সিইও পদে নিয়োগ করা হল।
পদোন্নতির জন্য সৌভিক মজুমদার ও এনএল ভাট্টে’কে অভিনন্দন জানিয়ে বেদান্ত গ্রুপের সিইও সুনীল দুজ্ঞল আশা প্রকাশ করে বলেন, তাঁদের বিভিন্ন ক্ষেত্রের সমৃদ্ধ অভিজ্ঞতার প্রয়োগে সেফটি, এনভায়রনমেন্ট ও গ্রোথের দিক থেকে বেদান্তর আয়রন ও স্টিল বিজনেস নতুন উচ্চতায় পৌঁছে যাবে।
প্রসঙ্গত, সৌভিক মজুমদার বেদান্ত গ্রুপের সঙ্গে প্রায় ২৫ বছর ধরে যুক্ত রয়েছেন। মাইনিং, এক্সপ্লোরেশন, লজিস্টিক্স, আয়রন মেকিং ও বিজনেস ডেভেলপমেন্ট-সহ আয়রন ও স্টিল সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সালে তাঁকে সেসা গোয়া আয়রন ওর বিজনসের সিইও পদে নিয়োগ করা হয়েছিল। অন্যদিকে, এনএল ভাট্টে প্রায় তিন দশক ধরে পিগ আয়রন, মেটালার্জিক্যাল কোক, স্টিল মেকিং ও ওয়েস্ট হিট রিকভারি পাওয়ার প্ল্যান্টের অভিজ্ঞতা সম্পন্ন। তিনি এবার ইএসএল স্টিলের হেড হচ্ছেন। ২০১৮ সালে বেদান্ত এই সংস্থাটি অধিগ্রহণ করেছিল।