বুধবার থেকে কর্নাটকে খুলছে ১১–১২ ক্লাস, কড়া নিরাপত্তার নির্দেশ

হিজাব বিতর্কের সুরাহা হয়নি এখনও। মামলা চলছে কর্নাটক হাইকোর্টে। এর মধ্যেই বুধবার থেকে স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস এবং কলেজ খুলছে কর্নাটকে। পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। 

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, হিজাব ব্যবহার নিয়ে শিগগিরই কিছু কার্যকর প্রক্রিয়া ঘোষণা করা হবে। পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন, যে হাইকোর্টের রায়কে মেনে চলতে হবে প্র‌ত্যেক পড়ুয়ার। হাইকোর্টে এই হিজাব পরার অধিকার দাবি করে মামলা করেছেন বেশ কয়েক জন ছাত্রী। রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বোম্মাই। তার পরেই সিদ্ধান্ত নেন, কর্নাটকে প্রি–ইউনিভার্সিটি কোর্স (‌অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী)‌ পড়ানো হয়, এমন কলেজ খুলে দেওয়া হবে। পরে জানানো হয়, ওই একই দিনে রাজ্যের বাকি কলেজ এবং ইউনিভার্সিটিও খুলে দেওয়া হবে।

কর্নাটক হাইকোর্ট ইতিমধ্যেই পড়ুয়াদের শান্তি বজায় রাখার অনুরোধ করেছে। পাশাপাশি বলেছে, রায় বেরনো পর্যন্ত কোনও ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরবে না, যদি না সেখানকার পোশাকবিধিতে তা বলা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *