গত ১৭ আগস্ট শান্তিনিকতনে বহিরাগত দুষ্কৃতিদের দ্বারা বুলডোজার ঢুকিয়ে দেওয়াল ভাঙার ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । সঙ্ঘের এই শাখা সংগঠন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীদের দেওয়াল ও গেট ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র বিরোধ করেছে । সেই সঙ্গে শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও তৃণমূলের স্বৈরাচারী মনোভাব ও আচরণের জন্য এদিন কলকাতা,নদীয়া,জলপাইগুড়ি সহ রাজ্যের সর্বত্র প্রতিবাদের ডাক দেয় এবিভিপি ।
জলপাইগুড়িতে এদিন এবিভিপি ছাত্র সংগঠনের সদস্য ও কার্য্কর্তারা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে মূর্তির পাশেই আন্দোলন এবং বিক্ষোভে বসে পড়ে ।এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে । এই ঘটনা লক্কারজনক। তাই এর প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলনের সরব হয়েছেন এবং কবিগুরুর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে শ্রদ্ধা জানাচ্ছেন । ছাত্রসংগঠনের এক কার্য্কর্তা জানিয়েছেন যে, “টিএমসির দুষ্কৃতি বাহিনী শান্তিনিকেতনে যে ধ্বংসলীলা এবং বর্বরতা দেখিয়েছে তাতে বাংলার সংস্কৃতি ও ভাবাবেগে আঘাত লেগেছে।আমরা এর তীব্র বিরোধিতা করছি ।”