বাজারে আসছে সুপার ভ্যাকসিন

বাজারে আসতে চলেছে করোনার নতুন ভ্যাকসিন। যে ভ্যাকসিন করোনার যে কোনও মিউটেশনের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে সুপার ভ্যাকসিন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার গবেষকরা এই ভ্যাকসিন তৈরির কাজ করছেন। গবেষণায় দেখা গিয়েছে, করোনার সমস্ত ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে কার্যকরী হবে এই ভ্যাকসিন। ইতিমধ্যেই এই টিকা ইঁদুরের উপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে। আগামী বছরেই মানবদেহে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, এখনও পর্যন্ত ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট অর্থাৎ AY.1 ভ্যারিয়্যান্ট ভারতে ৪০ জনের দেহে পাওয়া গিয়েছে। প্রথম এই ভ্যারিয়্যান্ট মহারাষ্ট্রে পাওয়া গিয়েছিল। দেশের করোনাভাইরাসের চারিত্রিক পরিবর্তনের উপর নজরদারি চালানোর জন্য কেন্দ্রের তরফে INSACOG নামক নিয়ামক সংস্থাটি গঠন করা হয়, যা সমস্ত ল্যাবগুলির উপর নজরদারি চালানোর দায়িত্ব রয়েছে। ইতিমধ্যেই এই সংস্থার উদ্যোগে ভাইরাসের জিনক্রোম সংগ্রহ করা হচ্ছে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানাচ্ছেন, ডেলটা প্লাসের জন্যই কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়বে এই ধরনের কোনও তথ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *