বাঁচার পথপ্রদর্শক ‘কিস দ‍্য গ্রাউন্ড’

নেটফ্লিক্সে জলবায়ুর সমস্যা বিষয়ে একটি তথ‍্যচিত্র প্রদর্শন শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে। তথ‍্যচিত্রটি পরিচালনা করেছেন জোশুয়া টিকেল ও রেবেকা হ‍্যারেল টিকেল। বিগ পিকচার র‍্যাঞ্চ্‌ পরিবেশিত ও উডি হ‍্যারেলসন বর্ণিত এই তথ‍্যচিত্রের এক্সিকিউটিভ প্রোডিউসার আরজে জৈন। কিস দ‍্য গ্রাউন্ড জলবায়ু সংকটের নতুন সমাধানের পথপ্রদর্শক। এই ছবিতে উপস্থিত আছেন পৃথিবীর নামী বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও সক্রিয় কর্মীরা। মানবজাতির সবচেয়ে বড় সমস্যার সহজ সমাধানের পথ এখানে সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। কিস দ‍্য গ্রাউন্ডে প্রায় দশ বছরের সময়কালকে ধরা হয়েছে। ৩০০ ঘন্টার ফুটেজকে ৮৭ মিনিটে সংহত করা হয়েছে। কিস দ‍্য গ্রাউন্ড হল কাজে নেমে পড়ার আহ্বান – মানবজাতিকে রক্ষার উপায় আছে, কিন্তু কাজ শুরু করতে হবে খুব দ্রুত।  এই ছবির নির্মাতাদের ফুটেজ শ‍্যুটিংয়ের জন‍্য পাঁচটি মহাদেশে ঘুরতে হয়েছে, নাসা (NASA) ও নোয়া (NOAA) থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছে এবং সাক্ষাৎকার নিতে হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও সক্রিয়তাবাদীদের।

জোশ টিকেল জানান, এই ছবিতে উল্লেখিত বিজ্ঞান বাংলাদেশের মতো দেশগুলির সামনে এক অপূর্ব সুযোগ এনে দিয়েছে – কার্বন ডাইঅক্সাইডের প্রভাব কাটিয়ে ও গ্রীনহাউস গ‍্যাসগুলিকে দমিয়ে কৃষি-উৎপাদন বৃদ্ধি করার ব‍্যাপারে। রেবেকা টিকেল জানান, কিস দ‍্য গ্রাউন্ড ছবি থেকে জানা যাবে কিভাবে শরীরকে সুস্থ রাখা যায়, রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এবং এই পৃথিবীকে সুস্থ করে তোলা যায়। মানবজাতির বর্তমান সংকটের সময়ে এই ছবিটি খুবই তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *