বন্যার তথ্য জোগাবে গুগল

চলতি মরশুমে বিহার, উত্তরপ্রদেশ ও আসামের মতো অনেক রাজ্য বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের (সিডব্লিউসি) সঙ্গে হাত মিলিয়ে গুগল ইন্ডিয়া বিগত কয়েক মাস ধরে বন্যার পূর্বাভাস দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলিতে অনেক মানুষের কাছে সতর্কতার বার্তা পৌঁছে দিয়েছে। এইসব সতর্ক-বার্তায় থাকে টাইমলি, আপডেটেড ও ক্রিটিক্যাল ইনফর্মেশন, যা নিরাপত্তার জন্য ঠিকঠাক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বাসিন্দারা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘লোকেশন সার্ভিস’ ব্যবহার করে এই সতর্ক-বার্তা পেতে পারেন। ব্যবহারকারীর অবস্থানের ভিত্তিতে বর্তমানে গুগল ইন্ডিয়া এইসব বার্তা দিচ্ছে ইংরেজি, হিন্দি ও বাংলাতে। শুধু ‘সার্চ’ ব্যবহার করেও সংশ্লিষ্ট অঞ্চলের বন্যা-সম্পর্কিত সংবাদ পাওয়া যেতে পারে। যদি সংশ্লিষ্ট অঞ্চলটিতে বর্তমানে বন্যা পরিস্থিতি থাকে তাহলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে জলস্তরের ওঠা-নামা, বর্তমান অবস্থা ও পরবর্তী দিনের পূর্বাভাস ও প্রয়োজনীয় নির্দেশাবলী জানা যাবে। বিশদে জানার জন্য গুগল ম্যাপ থেকে সব তথ্য পাওয়া যাবে। গুগল ইন্ডিয়া মানুষের সহায়তার জন্য তার টেকনোলজি ব্যবহারের ব্যাপারে নিষ্ঠাসহকারে কাজ করে চলেছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তা চালিয়ে যাবে, যাতে সকলে ঠিকসময়ে সঠিক ও প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *