ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি লিমিটেড ইলেক্ট্রিক টু-হুইলার নির্মাণের জন্য গুজরাটের বদোদারায় একটি আধুনিক প্লান্ট স্থাপন করল। এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ নতুন প্লান্টের উদ্বোধন সম্পন্ন করেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বদোদারার সাংসদ রঞ্জনবেন ভাট ও গুজরাট বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী। উল্লেখ্য, উদ্ভাবন, কোয়ালিটি, ডিজাইন ও টেকনোলজির কারণে ওয়ার্ডউইজার্ড গ্রুপের নাম সুবিদিত। দেশে ৮০০টিরও অধিক ডিলারশিপ সমৃদ্ধ এই কোম্পানির ডিলারের সংখ্যা আগামী ২-৩ বছরে ২৫০০ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রথম পর্যায়ে বছরে ১ লক্ষ ইলেক্ট্রিক টু-হুইলার নির্মাণের ক্ষমতাসম্পন্ন এই কারখানায় ৪৫ কোটি টাকা বিনিয়োগ করেছে ওয়ার্ডউইজার্ড। একইসঙ্গে হাই পার্ফর্ম্যান্স ইলেক্ট্রিক বাইকের চারটি নতুন মডেলও উদ্বোধন করা হয়েছে। এগুলি হল – বিস্ট, থান্ডারবোল্ট, হারিকেন ও স্কাইলাইন। নতুন প্লান্টে ৬০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।