প্যারালিম্পিক্সে সোনার পর এবার ব্রোঞ্জ অবনী লেখারার

এবারের প্যারালিম্পিক্সে ভারতীয়দের সাফল্য অব্যাহত। চলতি গেমসের দশম দিনে জোড়া পদক ভারতের। পুরুষদের টি-৬৪ হাইজাম্পে প্রবীণ কুমারের রুপো জয়ের পর এবার মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এস এইচ ওয়ানে ব্রোঞ্জ জিতলেন অবনী লেখারা। এবারের প্যারালিম্পিক্সে এর আগে সোনা জেতেন অবনী। ফের দেশকে পদক এনে দিলেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সের একটি আসর থেকে একাধিক পদক জিতলেন এই তরুণী।

এই নিয়ে এবারের প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১২। ভারতীয় অ্যাথলিটরা এবারের গেমস থেকে এখনও পর্যন্ত দু’টি সোনা, ৬টি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়েছেন। এবারের প্যারালিম্পিক্সের আগে পর্যন্ত এই প্রতিযোগিতার ইতিহাসে ভারতের মোট পদকের সংখ্যা ছিল ১২। শুধু এবারই ১১টি পদক পেল ভারত। প্যারালিম্পিক্সের ইতিহাসে এবারই ভারতের সবচেয়ে ভাল ফল হল। তাতে বিশেষ অবদান থাকল ১৯ বছর বয়সি অবনীর। তিনি একাই জোড়া পদক এনে দিলেন দেশকে। অবনী, প্রবীণদের সাফল্য়ের সুবাদে এখন পদক তালিকায় ৩৬ নম্বরে ভারত। 

ফের পদক জয়ের জন্য ট্যুইট করে অবনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘টোকিও প্যারালিম্পিক্সে আরও গৌরব। অবনী লেখারার বিস্ময়কর পারফরম্যান্স। ব্রোঞ্জ পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা জানাই।’ জয়পুরের মেয়ে অবনী ২০১২ সালে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হন। তাঁর মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। প্যারাপ্লেজিয়ায় আক্রান্ত হন তিনি। এই চোট উপেক্ষা করে রাইফেল শ্যুটিং চালিয়ে যান অবনী। জেদ ও অধ্যবসায়ের ফলে তিনি সাফল্য পেলেন। মাত্র ১৯ বছর বয়স। ভবিষ্যতে অবনী আরও অনেক সাফল্য পাবেন বলেই আশা ক্রীড়াপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *